• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯

আইন-আদালত

রামগঞ্জে আন্তঃজেলা ৭ গরু চোরের সদস্য আটক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৪ জুলাই ২০২৩

রহমত উল্যাহ পাটোয়ারী, রামগঞ্জ(লক্ষ্মীপুর) প্রতিনিধি:
আন্তঃজেলা গরু চোরের ৭ সদস্যকে ৩টি গরু , ১টি মোটর সাইকেল ও ১টি পিকআপ ভ্যানসহ গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ। রোববার রাতে ২টা সময় কুমিল্লার দেবিদ্বার থানাধিন বানুপাড়া নামক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করে। রামগঞ্জ থানা ওসি এমদাদুল হক আজ সোমবার(২৪জুলাই) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন-১/ মোঃ নিজাম উদ্দিন(৪৪) নোয়াখালী জেলার কোম্পানী থানাধিন চরফাকর আদর্শনগর গ্রামের মৃত অজি উল্যাহ ছেলে, ২/মোঃ সোহেল হাওলাদার(২৯), নোয়াখালী জেলার হাতিয়া থানাধিন আল আমিন গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে,৩/ মোঃ শাহিন(২৫) ভোলা জেলার চরফ্যাশন থানাধিন তালতলী গ্রামের শাহাজাহানের ছেলে, ৪/ মোঃ মহিন উদ্দিন(২৫) চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানাধিন সুদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে,৫/মোঃ জসিম উদ্দিন(৪৪) নোয়াখালী জেলার সুধারাম থানাধিন বাংলা বাজার গ্রামের নু রহাদীর ছেলে, ৬/ মোঃ খোকন নোয়াখথালী জেলার কোম্পানীগঞ্জ থানাধিন চর এলাহী গ্রামের সুলতান আহম্মদের ছেলে ও ৭/ মোঃ সুমন (২৭) নোয়াখালী জেলার সুধারাম থানাধিন চরবকতী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, শনিবার(২২জুলাই) রাতে উপজেলার ভোলাকোট ইউনিয়নের আকরতমা গ্রামের জয়নগের বাড়ির আলমগীর হোসেনের (৫৫) গরু খামারের তালা ভেঙ্গে ৩টি গরু, ১টি মোটর সাইকেল চুরি হয়। যার আনুমানিক মূল্য ৫লক্ষ টাকা। এ ব্যাপারে রোববার (২৩ জুলাই) সকালে আলমগীর হোসেন বাদী হয়ে রামগঞ্জ থানায় সাধারন ডায়েরী করেন। পরে থানার এস আই কাউছার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকসদল মোটর সাইকেলে থাকা জিপিএস প্রযুক্তির সহযোগিতায় অভিযান পরিচালনা করে গরু চুরি কাজে ব্যবরিত ১টি পিকআপ ভ্যানসহ চুরি হওয়া ৩ টি গরু ও মোটর সাইকেলসহ আন্তঃজেলা গরু চোরের ৭ সদস্যকে গ্রেফতার করেন।
প্রেস ব্রিফিংয়ে রামগঞ্জ থানা ইনচার্জ(ওসি) এমদাদুল হক জানান, গরু চুরির ঘটনায় চোর চক্রের ৭জনকে গ্রেফতারকৃত করা হয়েছে। এরা আন্তঃজেলা গরু চোরের সদস্য । এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোঃ নিজাম উদ্দিনের নামে ১১টি, মোঃ সোহেলের নামে ৫টি মোঃ খোকেনের নামে ৫টিসহ প্রত্যেকের নামে একাধিক মামলা রয়েছে। তাদেরকে বিধি মোতাবেক বিঞ্জ আদালতে প্রেরন করে রিমান্ড চাওয়া হবে। রিমান্ডে পেলে জিঞ্জাসাবাদে তাদের সাথে আরা যারা জড়িত আছে তাদের গ্রেফতার ও থানা এলাকায় অনন্যা চুরিকৃত গরু উদ্ধারে অভিযান পরিচালিনা করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads